দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং জাতির মুক্তি নিশ্চিত করতে দেশপ্রেমিক ঈমানদার জনতাকে জাতীয় ঐক্য গড়ে তুলতে
হবে -পীর সাহেব চরমোনাই
দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং জাতির মুক্তি নিশ্চিত করতে দেশপ্রেমিক ঈমানদার
জনতাকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন
বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে না পারলে ক্ষমতার পট
পরিবর্তন এবং নেতার পরিবর্তনের দ্বারা জাতির মুক্তি সম্ভব হবে না।
আজ ১-১-২০১৪ইং বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের রাজনীতিবিদদের অধিকাংশই দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। সেই ধারাবাহিকতায় সরকারী দলের মন্ত্রীদের হিসাব-নিকাশ পত্রিকার পাতায় ধারাবাহিকভাবে দেখে দেশের মানুষ স্তম্ভিত।বিশ্বে মালয়েশিয়া ও সিঙ্গাপুর এখন অন্যতম উন্নতশীল দেশ। আমাদের দেশও উন্নতি ও অগ্রগতির দিক থেকে আরও বহু আগেই উক্ত দেশগুলো ছাড়িয়ে যেতে পারতো। কিন্তু সন্ত্রাস ও দুর্নীতিতে আকুন্ঠ নিমুজ্জিত রাজনৈতিক নেতা ও দায়িত্বশীদের কারণে গুটিকয়েক নেতানেত্রীর পাহাড়সম সম্পদ ঠিকই অর্জিত হয়েছে। তাদের সম্পদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দারিদ্র সীমার নীচে অধিকাংশ মানুষ। দুর্নীতি লোভনীয় ও শোভনীয় এই আকর্ষণে ক্ষমতা চাই যে কোনোভাবে এই নীতিতে দেশের রাজনৈতিক দলগুলো আজ দিশেহারা বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমী স্বার্থবাদের মুলোৎপাটন করে সর্বক্ষেত্রে জবাবদিহীতা প্রতিষ্ঠিত করতে হবে। জাতির দুঃখ দুর্দশা লাঘব করতে হলে সর্বক্ষেত্র থেকে দুর্নীতি বন্ধ না করে নির্মূল করতে হবে। দুর্নীতি যারা করে তাদের কোনো রাজনীতি করার অধিকার নেই। দুর্নীতিবাজরা দেশ ও মানবতার শত্রু। তাদের রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। তিনি আরো বলেন, দুর্নীতি প্রমাণিত হলে ঐসকল দলগুলোকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে দুর্নীতি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। এমতাবস্থায় দুর্নীতিগ্রস্ত দলগুলোকে প্রত্যাখান করা সকল বিবেকবান মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হয়ে পড়েছে। তারিখ: ০১/০১/২০১৪ ইং প্রেস বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন