শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে -পীর সাহেব চরমোনাই

৫ জানুয়ারীর নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। এই নির্বাচনকে চরম প্রহসন উল্লেখ করে আজ ৪-১-২০১৪ইং এক বিবৃতিতে তিনি বলেন, এই ভোটারবিহীন নির্বাচনে
জনগণের দুঃখ কষ্ট বাড়বে। এই নির্বাচন আওয়ামী লীগের জিদের ফসল। তিনি এই নির্বাচনকে অযৌক্তিক আখ্যায়িত করে বলেন, তামাশাপূর্ণ নির্বাচনে জাতির কষ্ট আরও বাড়বে। জিদের বশঃবর্তী হয়ে সরকার নির্বাচন করছে ঠিকই কিন্তু বিশ্ববাসীর কাছে দেশ ও দেশের মানুষকে কলঙ্কিত করেছে। সরকারের জিদের ফসল ৫ জানুয়ারীর নির্বাচনে দেশবাসীর অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বিশাল অঙ্কের অর্থের অপচয় করে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। নির্বাচনকে কেন্দ্র করে গতকাল ও আজ সারাদেশে শতাধিক ভোট কেন্দ্র পুড়িয়ে দেয়ার মত ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশই স্কুল, কলেজ এবং মাদরাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে হাজার হাজার ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিয়তার মুখে পড়লো। দেশ, জাতি ও সম্পদের অপুরণীয় এসব ক্ষতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। তিনি নির্বাচন কমিশনের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই বরং দেশি-বিদেশী পর্যবেক্ষকবিহীন এই প্রহসনের নির্বাচন পরিচালনা করে বর্তমান নির্বাচন কমিশন ইতিহাসের পাতায় ঘৃণিত হয়ে থাকবেন। তিনি বলেন, গায়ের জোরে অনেক কিছুই করা যায়, তবে তার আখের শুভ হয় না। ইতিহাস কাউকে ক্ষমা করে না।
 প্রেস বিজ্ঞপ্তি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন