বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

সরকার দলীয় কর্মীদের তান্ডব দেশের সর্বোচ্চ আদালতের জন্য অবমাননা -অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

 ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ দেশের সর্বোচ্চ আদালতে এবং জাতীয় প্রেসকাবে সরকার দলীয় নেতাকর্মীদের দ্বারা বিরোধী দলের আইনজীবী ও সাংবাদিকদের নাজেহাল করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গণতন্ত্রের ধোয়া তুলে সরকার বিরোধী দলের ওপর
যেভাবে হামলে পড়েছে তাতে দেশে গণতন্ত্রের চর্চা হয় বলে মনে হয় না। তিনি বলেন, সরকারের লাঠিয়াল বাহিনী যেভাবে বিরোধী দল ও মতের মানুষের ওপর হামলা, নির্যাতন করছে তাও আবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে প্রবেশ করে এতে আদালত অবমাননা হয়েছে। এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে চরমভাবে। গত ৩১-১২-২০১৩ইং মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, মোঃ আবু সাঈদ সিদ্দিকী, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন প্রমুখ। তিনি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন, ক্ষমতার মোহে মত্ত হয়ে যেভাবে দেশকে অস্থিতিশীল করে তুলেছে তাতে দেশের মানুষ চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত। এভাবে একটি দেশ চলতে পারে না। তিনি এ থেকে পরিত্রাণ পেতে ইসলামের সুমহান আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের সচেতন মানুষের প্রতি আহ্বান জানান। গত ২৭ ডিসেম্বর বিক্ষোভ মিছিলের জন্য আসা সাভার থানার কর্মী মোঃ মাহফুজ ও মোঃ রানার অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার বাকশাল কায়েমের চেষ্টা করলে দেশবাসী তা প্রতিহত করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন