বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

বর্তমান পীর সাহেব চরমোনাই’র আম্মাজানের ইন্তেকালে ঢাকা মহানগরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চরমোনাই’র মরহুম পীর সাহেবের স্ত্রীর ইন্তেকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আমীর ও মরহুম চরমোনাই পীর সাহেব মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহ.-এর সহধর্মিনী এবং বর্তমান পীর সাহেব চরমোনাই্’র আম্মাজান মোছা. আলম তাজ বেগম (৬৮) আজ ২-১-২০১৪ইং ভোর ৬.৩০ টায় ঢাকার সায়েদাবাদস্থ আল কারীম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ মাগরীব বরিশাল চরমোনাই
মাদরাসায় তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ২৪ ডিসেম্বর তাকে বরিশাল মেডিকেল থেকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করার পর থেকে তিনি আইসিইউ’র লাইফ সাপোর্টে ছিলেন। মরহুমা স্ট্রোক করার পর কথা বলতে না পারলেও তাঁর জবানে আল্লাহ পাকের জিকির জারি ছিল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের কার্যক্রমের খবর সবসময় রাখতেন। তাঁর অন্তরে সর্বদা দ্বীনের বিজয় কবে হবে এই আকাঙ্খা বিরাজমান ছিল। তাঁর ইন্তেকালে জাতি একজন মহিয়সী নারীকে হারালো। মরহুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বর্তমান আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)সহ ৭ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন। মরহুমার পরিবারের পক্ষ থেকে ২ ছেলে চরমোনাই আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদের আম্মাজানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। ঢাকা মহানগরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ আল্লামা সৈয়দ মোঃ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই’র সহধর্মিনী ও বর্তমান পীর সাহেব চরমোনাই’র আম্মাজানের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আজ বাদ আছর কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, মোঃ আবু সাঈদ সিদ্দিকী, আলহাজ্ব আলতাফ হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মাওলানা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আলহাজ্ব হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, ছাত্রনেতা কেএম আনিসুজ্জামান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, মরহুমা নিঃসন্দেহে আল্লাহর অলি ছিলেন। কেননা তাঁর ক্বলব সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকতো। তিনি কেমন ছিলেন তাঁর সন্তানাদীই বলে দেয়। এদিকে মরহুমার ইন্তেকালের খবর বিদ্যুৎগতিতে দেশ-বিদেশে ছড়িয়ে পড়লে কেউ অশ্রু সংবরণ করতে পারেননি বলে আমাদের প্রবাসীগণ জানিয়েছেন। মরহুমার বুলন্দ মর্যাদা কামনা করে দেশ-বিদেশের সর্বত্র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন