স্টাফ রিপোর্টার : একতরফা প্রহসনের
নির্বাচন বহির্বিশ্বে বাংলাদেশের
ভাবমর্যাদা ক্ষুন্ন করবে। অবিলম্বে তা বাতিল
করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ
তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান
জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর
আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
পীর ছাহেব চরমোনাই বলেন, দেশকে সংঘাত ও
সহিংসতা থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব।
তিনি বলেন,
সংঘাত ও সহিংসতা অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকার নজির ইতিহাসে নেই। গত ২১-১২-১৩ইং শনিবার বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশিল সমাজের সাথে মতবিনিময়কালে পীর ছাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন। তিনি গত শুক্রবারের কর্মসূচিতে পুলিশী বাধার কথা উল্লেখ করে বলেন,
গণতন্ত্রের দোহাই দিয়ে সরকার
যা করছেন তা কোনভাবেই গণতন্ত্রের চর্চার
মধ্যে পরে না। তিনি সকল
সমস্যা সমাধানে সরকারকে আন্তরিক হওয়ার
আহ্বান জানান। তিনি বলেন, সংবিধান দেশ ও
মানুষের কল্যাণের জন্য। যে সংবিধান মানুষের
কল্যাণ ও দেশের কল্যাণ
করতে পারে না সে সংবিধান পরিবর্তনযোগ্য।
তিনি সংবিধান পরিবর্তন করে হলেও
দেশে অস্থিতিশীলতা বন্ধ করতে সরকারকে জোর
অনুরোধ করেন।
পীর ছাহেব চরমোনাই আগামী ২৭ ডিসেম্বর
রাজধানী ঢাকার মহাসমাবেশে যোগদান
করে সফল করতে সর্বস্তরের জনতার
প্রতি আহ্বান জানান।
দপ্তরভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত
এদিকে গতকাল বিকেলে পল্টনস্থ কেন্দ্রীয়
কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর
দপ্তরভিত্তিক কর্মশালা কেন্দ্রীয় সাংগঠনিক
সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলমের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ
মাওলানা ইউনুছ আহমাদ, এ সময় আরো উপস্থিত
ছিলেন, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত
উদ্দিন, অধ্যক্ষ মুফতী কেফায়েতুল্লাহ কাশফী,
প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান আরেফী,
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম,
মাওলানা মুফতি হেমায়েতুল্লাহ, প্রিন্সিপাল
শেখ ফজলে বারী মাসউদ।
শ্রমিকরা আজ চরম অবহেলিত -ইসলামী শ্রমিক
আন্দোলন
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর
আহবায়ক আলহাজ্ব শফিকুল আমীন খান বলেছেন,
সরকার একতরফা প্রহসনের নির্বাচনের
দিকে অগ্রসর হয়ে দেশকে অনিশ্চিত
গন্তব্যে ঠেলে দিচ্ছে। দেশের বৃহত্তর জনতার
সেন্টিমেন্টকে কোন প্রকার গুরুত্ব
না দিয়ে প্রহসনের নির্বাচনের দিকে যাচ্ছে,
যা তাদের জন্য সুখকর হবে না।
গতকাল সন্ধ্যায় ইসলামী শ্রমিক আন্দোলন
ঢাকা মহানগরীর এক প্রতিনিধি সভায়
সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পুরানা পল্টনস্থ নগর
কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য
রাখেন মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ নাছির
উদ্দিন, এইচ এস এম ওমর ফারুক, হাফেজ মুহা.
শাহাদাত হোসাইন, ইউনুছ তালুকদার, হারুনুর
রশিদ প্রমুখ।সংঘাত ও সহিংসতা অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকার নজির ইতিহাসে নেই। গত ২১-১২-১৩ইং শনিবার বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশিল সমাজের সাথে মতবিনিময়কালে পীর ছাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন। তিনি গত শুক্রবারের কর্মসূচিতে পুলিশী বাধার কথা উল্লেখ করে বলেন,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন