বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের
হামলা, পীর সাহেব চরমোনাই’র নিন্দা: একতরফা নির্বাচন বাতিলের দাবীতে
ফেনীসহ দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মহাসমাবেশ-এর অনুমতি না দেয়ার প্রতিবাদে ও প্রহসনের নির্বাচন বাতিলের
দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ২৭-১২-২০১৩ইং শুক্রবার দেশব্যাপী জেলায়
জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা ও নগর সভাপতিদের নেতৃত্বে
ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যেসব জেলায় কর্মসূচী পালন হয়েছে সেগুলো হলো:- নারায়ণগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নরসিংদী, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী,
চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভোলা উত্তর, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, খুলনা, মাগুরা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, নাটোর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাও, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাটসহ দেশের অধিকাংশ জেলায় পুলিশী বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ কর্মসূচী পালিত হয়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বাধাদানের তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি অবিলম্বে সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবীকে শ্রদ্ধা জানিয়ে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে একতরফা নির্বাচন বাতিলের জন্য সরকারের প্রতি দাবী জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন