রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোকে পরিহার করুন-পীর সাহেব চরমোনাই

২৭ ডিসেম্বর মহাসমাবেশ সফল করার আহবান: দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোকে পরিহার করুন -পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, পত্রিকার পাতায় ধারাবাহিকভাবে মন্ত্রী, রাজনৈতিক দলের নেতাদের সম্পদের হিসাব দেখে দেশের মানুষ স্তব্ধ। ৫ বছরে সম্পদের জ্যামিতিকহারে বৃদ্ধিতে মানুষ আশ্চর্য। গত ২২-১২-২০০১৩ইং রবিবার এক বিবৃতিতে তিনি বলেন,


 দুর্নীতির করার জন্যই ক্ষমতায় টিকে থাকতে এবং ক্ষমতা ফিরে পেতে দেশের অধিকাংশ রাজনৈতিক দল মরিয়া। দুর্নীতি লোভনীয় ও শুভনীয় এই আকর্ষণে ক্ষমতা চাই যে কোনোভাবে এই নীতিতে দেশের রাজনৈতিক দলগুলো আজ দিশেহারা বলে মন্তব্য করে তিনি আরও বলেন, একজন মন্ত্রীর এত বড় সম্পদের পাহাড় কিভাবে তা সম্ভব? তা খতিয়ে দেখতে দুদককে তদন্ত করে বের করতে হবে। দুর্নীতি যারা করে
তাদের কোনো রাজনীতি করার অধিকার নেই। দুর্নীতিবাজরা দেশ ও মানবতার শত্রু। তাদের রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর মন্ত্রী-এমপি, দায়িত্বশীল, নেতাকর্মীর সম্পদের হিসাব-নিকাশ করে দুর্নীতি প্রমাণিত হলে ঐসকল দলগুলোকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে দুর্নীতি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। ক্ষমতাসীন দল ও নেতানেত্রীদের ছত্রছায়ায় দুর্নীতি যেভাবে চলছে, যেভাবে রাজনৈতিক দলের নেতাদের সম্পদের হিসাব বের হচ্ছে তা দেখে গোটা জাতি আজ স্তব্ধ। এমতাবস্থায় দুর্নীতিগ্রস্ত দলগুলোকে প্রত্যাখান করা সকল বিবেকবান মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হয়ে পড়েছে। তিনি বলেন, দুর্নীতি করা, দুর্নীতিবাজদের দলে থাকা, সমর্থন দেয়া, সহযোগিতা করা সবই দুর্নীতিকে সহযোগিতার শামিল। এমতাবস্থায় দুর্নীতিমুক্ত দেশ গঠন করা কখনোই সম্ভব হবে না। তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে তাহলে দেশবাসীকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়তে গণআন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, দেশের উন্নয়ন ও সুখ-সমৃদ্ধির পথে প্রধান বাধা খোদাদ্রোহী সমাজব্যবস্থা, দুর্নীতি ও সন্ত্রাস। নির্বাচন পদ্ধতি নিয়ে যে সংকট চলছে এর চাইতে বড় সংকট হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতি। এ সংকটের সমাধান না হলে নির্বাচন যত সুষ্ঠু হোক না কেন জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, যা বিগত দিনের কর্মকান্ডে প্রমাণিত। অতএব দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করে একটি সুখী-সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সাথে সাথে ২৭ ডিসেম্বরের মহাসমাবেশ সফল করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন