সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

জনগণের ভোগান্তি কমিয়ে শান্তি ফেরাতে দেশপ্রেমিক আল্লাহভীরু শাসকের বিকল্প নেই -পীর সাহেব চরমোনাই

সরকার কর্তৃক যান চলাচল বন্ধ করে ভীতিকর পরিবেশ সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী সরকার সৃষ্ট অবরোধকে নজীরবিহীন উল্লেখ করে বলেন, সরকারের কাজ জনগণকে শান্তি ও নিরাপত্তা দেয়া হলেও আওয়ামী সরকার উল্টো একের পর এক জনগণের ভোগান্তি সৃষ্টি করে চলেছে। রাজধানীসহ

সারাদেশে পুলিশ বাহিনীর সাথে সরকারের ক্যাডাররা রাজপথ দখল করে মোড়ে মোড়ে তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানী করছে। অহেতুক গ্রেফতার করে মিথ্যা মামলা দিচ্ছে। নিরাপত্তার অজুহাতে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে রুটিরুজির পথ বন্ধ করে দিচ্ছে, গণপরিবহণ বন্ধ করে দেওয়ায় অসুস্থ্য মানুষ হাসপাতালে যেতে পারছে না। জাতীয় প্রেসকাব, সুপ্রিমকোর্টে পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসিরা শসস্ত্র হামলা চালাচ্ছে। এমন ভীতিকর অবস্থা ১৯৭১ সালের পর মানুষ আর দেখেনি। এ অবস্থা চলতে থাকলে শান্তি ও নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।
দেশের চলমান অবস্থা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের দু’নেত্রীর পাল্টাপাল্টি কর্মসূচি জনগণকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তারা কেউ জনগণের ভাল চান না, ক্ষমতায় আরোহনই তাদের কাছে মুখ্য বিষয়। জনগণের লাশ বা দেশের বিপর্যস্ত অর্থনীতি এমনকি স্বাধীনতা-স্বার্বভৌমত্বও ক্ষমতার জন্য তারা বিসর্জন দিতে পারে। এদের নেতৃত্বে দেশ ও জনগণের মুক্তি মেলার আশা করা যায় না। তিনি দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবীসহ জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, কাঠাল গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না, তেমনি দু’নেত্রীর দু:শাসন দিয়ে জাতির ভাগ্য ফেরানো সম্ভব নয়। একজন আল্লাহভীরু নেতৃত্বই পারে ইসলাম, দেশ ও মানবতার সার্বিক মুক্তির ব্যবস্থা করতে। এ লক্ষ্যে তিনি শান্তিপ্রিয় সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তারিখ: ২৯/১২/২০১৩ ইং
প্রেস বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন