বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীরের মায়ের ইন্তেকালে ইশা ছাত্র আন্দোলন-এর গভীর শোক প্রকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের মা মোছা. আলম তাজ বেগম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহা. আরিফুল ইসলাম ও
সেক্রেটারি জেনারেল কে এম আনিসুজ্জামান আজ ২-১-১৪ইং এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন, পীর সাহেব হুজুরের মায়ের ইন্তেকালে এ দেশের মানুষ একজন মহিয়সী মাকে হারালো। তিনি ছিলেন একাধারে ধার্মিক, শিক্ষানুরাগী ও সর্বদা আল্লাহর স্মরণে নিমগ্ন মহিলা। মৃত্যুর পূর্বে যতক্ষণ তাঁর কথা বলার শক্তি ছিল ততক্ষণ তিনি আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। নেতৃদ্বয় মরহুমার আত্মার মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
[প্রেস বিজ্ঞপ্তি]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন