বুধবার, ১২ মার্চ, ২০১৪

যারা সমঅধিকারের কথা বলে তারা নারীদেরকে ভোগ্যপণ্যে পরিণত করছে-মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম “ধর্মের নামে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা যাবে না” এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইসলামের বিধানকে অবজ্ঞা করলে মুসলমান থাকা যায় না।

ইসলামে নারীদেরকে পর্দার বিধানের মাধ্যমে চূড়ান্ত সম্মানে ভূষিত করা হয়েছে। যেমন মায়ের পদতলে সন্তানের বেহেশত ঘোষণা, বিবাহে নারীদের মোহর দিয়ে বিয়ে করা এবং মায়ের হক্ব বাবার চেয়ে তিনগুণ বেশি এসবই মর্যাদাপূর্ণ। তাছাড়া পর্দা রক্ষা করে উচ্চ শিক্ষা কিংবা চাকুরী করলেও ইসলাম তাতে নিষেধ করে না। কিন্তু আজ যারা সমঅধিকারের কথা বলে নারীদেরকে বেপর্দা করতে চায় তাদের উদ্দেশ্য ভাল নয়। এধরনের লোকেরাই নারীদেরকে ভোগ্যপণ্যে পরিণত করছে। ইভটিজিং, এসিড সন্ত্রাস ও যৌতুকের জন্য নারীদের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। এখন যদি কেহ নারীদের মর্যাদা প্রতিষ্ঠা হোক তা চায়, তাহলে উচিত হবে কুরআন তথা ইসলামে নারীদের যে অধিকার দিয়েছে তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর কদমতলী থানার মুজাহিদ নগরে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আলহাজ্ব অধ্যাপক গাজীউর রহমানের সভাপতিত্বে এবং মুহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মু. আজিজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।

উক্ত সভায় ২৭ ও ২৮ মার্চ ২০১৪ বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সফলের আহ্বান জানান।

তারিখ: ১২/০৩/২০১৪ ইং
প্রেস বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন