রবিবার, ৯ মার্চ, ২০১৪

মাহফিলে যাওয়ায় ছাত্র বহিস্কার।

নোয়াখালী কোম্পানীগঞ্জের বাংলাবাজার আরাবিয়া মাদরাসার বেশ কিছু ছাত্র চরমোনাই মাহফিলে অংশ গ্রহন করেছিলো।মাহফিল শেষে তারা বাড়ি ফিরে আজ যখন মাদরাসায় যায়, প্রধান শিক্ষকের নির্দেশে সেই ছাত্রদের বহিস্কার করা হয়। তাদের অপরাধ তারা মাহফিলে গিয়েছিলো, তাদের অপরাধ তারা চুরি করতে যায়নি, তাদের অপরাদ তারা সন্ত্রাসী চাদা বাজি বোমাবাজি করতে যায়নি।
ধিক্কার জানাই ঐ সমস্ত আলেমদের যারা এই সমস্ত ছাত্রদের বহিস্কার করল,যেই মাহফিলে বাংলাদেশের প্রথম সারির আলেমরা বয়ান করেন,যেই মাহফিলে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান দ্বীনের আলোচনা শুন্তে উপস্থিত হন,
সেই মাহফিলে এই অবুঝ নিস্পাপ ছাত্র গুলো কিসের আসায় গিয়েছিলো?
নাচ গান দেখতে?
না
সন্ত্রাসী চাঁদাবাজি করতে?
আল্লাহ এই সমস্ত নামধারী আলেমদের হেদায়াত দান করুন।

 উল্লেখ্য গত ৫,৬,৭ ই মার্চ চরমোনাই মাহফিল আনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন