বিগত দিনগুলোতে বার বার বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে জনমনে
নাভিশ্বাস দূর হতে না হতেই পুনরায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি
সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর
আমীর মুফতী সৈয়দ মু. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আজ ০৯-০৩-২০১৪ এক বিবৃতিতে তিনি
বলেন,
নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি এই সিদ্ধান্ত জনগণের প্রতি
চরম অবিচার। এতে গরিবরা আরো গরিব হবে যা বুর্জোয়া
সিদ্ধান্ত। এধরণের চক্রান্ত দেশবাসী মানবে না। বিদ্যুতের মূল্য এমনিতেই
অনেক বেশি। এরপরও নতুনভাবে বিদ্যুৎ ও তেলের মূল্য বাড়ানোর পাঁয়তারা
দেশবাসীর প্রতি চরম অবিচারের শামিল। কেননা বিগত আ’লীগ সরকারের আমলেই ৭ বার
বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। এখন
পুনরায় বিদ্যুতের মূল্য বাড়ালে জনজীবন আরো বিপর্যস্ত করে তুলবে। পীর সাহেব
চরমোনাই এই মুহুর্তে বিদ্যুৎ ও তেলের মূল্য বাড়ানো থেকে বিরত থাকতে সরকারের
প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, জনগণের আয়ের সাথে সামঞ্জস্য রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নির্ধারণ করা উচিত। গরম না আসতেই বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং লক্ষ্য করা যাচ্ছে। সর্বাগ্রে প্রয়োজন বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ। তা না করে নতুন করে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দেশবাসী রুখে দাড়াবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন