মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

কতিপয় বুদ্ধিজীবীর ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না -পীর সাহেব চরমোনাই

সোবহান রেহমান কর্তৃক রাষ্ট্রধর্ম ইসলামের পরিবর্তে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে হবে এধরণের উস্কানিমূলক মন্তব্যের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মু. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, তাদের বক্তব্য
এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভুতিতে মারাত্মক আঘাত হেনেছে। এতে করে তথাকথিত বুদ্ধিজীবীদের ইসলাম বিদ্বেষী মনোভাব পূনরায় প্রকাশ পেয়েছে। এদেশের মানুষের দেহ-মনে ইসলাম মিশে আছে গভীরভাবে। তাই রাষ্ট্রসহ জাতীয় জীবনের সর্বোক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে বলেন, বুদ্ধিজীবীদের রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে বক্তব্য-বিবৃতি দিয়ে এদেশের ধর্মীয় জনতার ঈমান ও আমলের উপর আঘাত হেনে চলছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রতিফলন ঘটানোর জন্যেই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং পবিত্র বিসমিল্লাহ সংযোজন করা হয়।
পীর সাহেব চরমোনাই ধর্মনিরপেক্ষতা স্বাধীনতাযুদ্ধের চেতনার দাবিকে সত্যের অপলাপ হিসেবে অভিহিত করে আরো বলেন, স্বাধীনতা পূর্বকালে কোনো দল ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। ১৯৭১ সনে স্বাধীনতার ঘোষণায় ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ ছিল না। ১৯৭২ সালে ২৫ বছর মেয়াদী বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মাধ্যমে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া হয়। ভারত সেক্যুলার হওয়ার জন্যে বাংলাদেশকে প্রেসক্রিপশন দেয়ার পর থেকেই সি আর দত্তসহ একশ্রেণীর লোক উপরোক্ত দাবি জানাতে শুরু করে, যা অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী ও সার্বজনীন মানবধিকারের পরিপন্থি ।
তিনি আরো বলেন, ক্ষমতা গ্রহণের প্রথম সুযোগেই সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম, পবিত্র বিসমিল্লাহ, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা বাদ দেয়া, কওমী মাদরাসা শিক্ষা, ইসলামী রাজনৈতিক দল, ৭২-এর সংবিধান, সন্ত্রাস, জঙ্গীবাদ, যুদ্ধাপরাধ প্রভৃতি স্পর্শকাতর বিষয়ে কতিপয় বুদ্ধিজীবীদের বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন পত্র-পত্রিকায় বক্তব্য বিবৃতি প্রদান করে দেশে এক অশান্ত ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপপ্রয়াস চালাচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ।

তারিখ: ১০/০৩/২০১৪ ইং
প্রেস বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন