২৭ ডিসেম্বর মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ: সরকারের একগুঁয়েমী দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে -অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন সরকারের একগুঁয়েমীর কারণে দেশ ভয়াবহ অরাজকতার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। তিনি বলেন
, দেশের এই ক্রান্তিকালে সরকারের একতরফা প্রহসনের নির্বাচন বাতিল করা জরুরী। রাজনৈতিক সংঘাত-সহিংসতা বন্ধ করতে হবে। দেশবাসী এই ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না। গত ২২-১২-২০১৩ইং রবিবার দুপুরে পুরানা পল্টনস্থ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর এক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন
নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও মাওলানা এবিএম জাকারিয়া, মোঃ আবু সাঈদ সিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারী আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা এইচএম সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, নুরুজ্জামান সরকার, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, আলহাজ্ব আবদুর রহমান, নূরুল ইসলাম নাঈম, আলহাজ্ব হাবিবুর রহমান প্রমুখ। সভায় ২৭ ডিসেম্বর রাজধানীর মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন