মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

গণমানুষের দাবি মেনে নিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন -কেন্দ্রীয় সভাপতি, ইশা ছাত্র আন্দোলন



ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহা. আরিফুল ইসলাম বলেন, দেশের চলমান সংকটের জন্য প্রধানমন্ত্রী দায়ী। কারণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আজ এদেশের গণমানুষের গণদাবিতে পরিণত হয়েছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী এই গণদাবিকে উপেক্ষা করে ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রেখেছে। যার ফলে

এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রীকে অবিলম্বে তার দায়িত্ব ছেড়ে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে আহবান জানান। গত ২৯ ডিসেম্বর রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। কেন্দ্রীয় সভাপতি সরকারের বিরোধীদল দমন নীতির তীব্র সমালোচনা করে বলেন, অন্যায়ের প্রতিবাদ করা জনগণের মৌলিক অধিকার। অথচ যারাই অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছে সরকার তাদেরকে কঠোরভাবে দমন করছে। রাজনৈতিক দলের অফিস অবরুদ্ধ করে রাখছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরণের নীতি গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে থাকলে গণবিস্ফোরণের মাধ্যমে সরকারের পতন ঘটবে। পাশাপাশি জনগণের জান-মালের ক্ষতিসাধন হয় এমন উচ্ছৃঙ্খল কর্মসূচি না দিতে কেন্দ্রীয় সভাপতি প্রধান বিরোধীদলের প্রতি আহবান জানান। পর্যালোচনা বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ.এম রফিকুল ইসলাম, সেক্রেটারি জেনারেল কে.এম আনিসুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহা. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মুহা. নূরুন্নবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. আবদুর রহমান গিলমান, অর্থ সম্পাদক মুসা বিন কাসিম প্রমুখ নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন