বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

অশ্লীলতা, বেহায়াপনা ও বেলেল্লাপনা বন্ধ করুন -পীর সাহেব চরমোনাই


বিশ্বকাপ খেলার উদ্ধোধনী অনুষ্ঠানে অশ্লীলতা ও বেহায়াপনার ছড়াছড়ি সচেতন ঈমানদার জনতাকে ভাবিয়ে তুলেছে। একটি খেলার আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে যেভাবে দেশময় অপসংস্কৃতিকে উস্কে দিয়েছে তাতে একজন সচেতন অভিভাবক হিসেবে বিস্মিত না হয়ে পারা যায় না। নিজেদের ঈমান ও আমলের হেফাজতের স্বার্থে এবং কবর তথা পরকালের কথা চিন্তা করলে এহেন অমার্জনীয় কাজ পরিত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন,

বুধবার, ১২ মার্চ, ২০১৪

যারা সমঅধিকারের কথা বলে তারা নারীদেরকে ভোগ্যপণ্যে পরিণত করছে-মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম “ধর্মের নামে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা যাবে না” এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন,

মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

ইসলাম নারীদেরকে সমঅধিকার নয় অগ্রাধিকার দিয়েছে -পীর সাহেব চরমোনাই


ইসলামে নারীদেরকে সমঅধিকার নয়, অগ্রাধিকার দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, নারী দিবসে প্রধানমন্ত্রীসহ দেশের

কতিপয় বুদ্ধিজীবীর ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না -পীর সাহেব চরমোনাই

সোবহান রেহমান কর্তৃক রাষ্ট্রধর্ম ইসলামের পরিবর্তে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে হবে এধরণের উস্কানিমূলক মন্তব্যের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মু. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, তাদের বক্তব্য

রবিবার, ৯ মার্চ, ২০১৪

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা : চরমোনাই দরবার শরীফে আখেরী মোনাজাতে লাখো মুসুল্লি

 বরিশাল ব্যুরো : লক্ষ লক্ষ মুরিদানসহ মুসুুল্লিদের আল্লাহুম্মা আমিন সধ্বনিতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে গতকাল চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। তিনদিনের ওয়াজ-নসিহত শেষে গতকাল বাদ ফজর বিদায়ী বয়ান সম্পন্ন করে হজরত মাওলানা রেজাউল করিম- পীর ছাহেব চরমোনাই এ আখেরীমোনাজাত পরিচালনা করেন। গত ৪দিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত লক্ষ লক্ষ মুরিদান ও মুসুল্লিগণ ছাড়াও গতকাল প্রত্যুষে বরিশাল মহানগরীথেকেছেড়েযাওয়াকয়েকটিবিশালাকৃতির

বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত জনগণের প্রতি চরম অবিচার -পীর সাহেব চরমোনাই

বিগত দিনগুলোতে বার বার বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে জনমনে নাভিশ্বাস দূর হতে না হতেই পুনরায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মু. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আজ ০৯-০৩-২০১৪ এক বিবৃতিতে তিনি বলেন,

মাহফিলে যাওয়ায় ছাত্র বহিস্কার।

নোয়াখালী কোম্পানীগঞ্জের বাংলাবাজার আরাবিয়া মাদরাসার বেশ কিছু ছাত্র চরমোনাই মাহফিলে অংশ গ্রহন করেছিলো।মাহফিল শেষে তারা বাড়ি ফিরে আজ যখন মাদরাসায় যায়, প্রধান শিক্ষকের নির্দেশে সেই ছাত্রদের বহিস্কার করা হয়। তাদের অপরাধ তারা মাহফিলে গিয়েছিলো, তাদের অপরাধ তারা চুরি করতে যায়নি, তাদের অপরাদ তারা সন্ত্রাসী চাদা বাজি বোমাবাজি করতে যায়নি।
ধিক্কার জানাই ঐ সমস্ত আলেমদের যারা এই সমস্ত ছাত্রদের বহিস্কার করল,যেই মাহফিলে বাংলাদেশের প্রথম সারির আলেমরা বয়ান করেন,যেই মাহফিলে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান দ্বীনের আলোচনা শুন্তে উপস্থিত হন,
সেই মাহফিলে এই অবুঝ নিস্পাপ ছাত্র গুলো কিসের আসায় গিয়েছিলো?
নাচ গান দেখতে?
না
সন্ত্রাসী চাঁদাবাজি করতে?
আল্লাহ এই সমস্ত নামধারী আলেমদের হেদায়াত দান করুন।

 উল্লেখ্য গত ৫,৬,৭ ই মার্চ চরমোনাই মাহফিল আনুষ্ঠিত হয়।